‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পশ্চিমবঙ্গ-২০২৫’ অনুষ্ঠিত হলো কলকাতার এক পাঁচতারা হোটেলে ।মোস্ট স্টাইলিশ স্টারের পুরস্কার পেলেন জিৎ-শুভশ্রী।
এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, টলিপাড়ার একঝাঁক তারকা, এর মধ্যে ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী ।
মোস্ট স্টাইলিশ স্টার হলেন জিৎ-শুভশ্রী
টলিউড সুপারস্টার জিৎ এবং জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই বছর মোস্ট স্টাইলিশ স্টার (Most Stylish Star) এর সম্মান পেয়েছেন।
দীর্ঘদিন ধরে জিৎ তার অনবদ্য স্টাইল স্টেটমেন্ট এবং ক্যারিশমার জন্য জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে । অন্যদিকে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শুভশ্রী তার গ্ল্যামার, ফ্যাশন সেন্স এবং অনবদ্য স্টাইলের জন্য ।
আর কে কে পেলেন কোন পুরস্কার?
মিমি চক্রবর্তী – মোস্ট গ্ল্যামারাস ডিভা
যশ দাশগুপ্ত – মোস্ট হ্যান্ডসাম হিরো
নুসরত জাহান – বেস্ট রেড কার্পেট লুক
জয়া আহসান– স্টাইল আইকন অব দ্য ইয়ার
রাজ চক্রবর্তী – এলিগ্যান্ট পার্সোনালিটি