বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ১৪ মার্চ তাঁর ৬০তম জন্মদিনে তাঁর নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে আনলেন । এই ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে বলিউডের অন্দরে —তবে কি আমির খান বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ?
২৫ বছর পর আমির ও গৌরীর পুনর্মিলন
২৫ বছর আগে গৌরীর সঙ্গে আমিরের পরিচয় হলেও দীর্ঘ সময় তাঁদের মধ্যে যোগাযোগ ছিল না । আবারও তাঁদের দেখা হয় দুই বছর আগে। আর সেখান থেকেই শুরু সম্পর্কের নতুন অধ্যায়। গৌরীর সাথে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে আমির বলেন, যার সঙ্গে থেকে মানসিক শান্তি খুঁজে পাবো ‘আমি এমন কাউকে খুঁজছিলাম। আমি একজন ভদ্র, নরম মনের ও যত্নশীল মানুষকে চেয়েছিলাম।’
গৌরী এই মন্তব্য শুনেই মজা করে বলেন, ‘এই গুণগুলো চেয়েছিলে, আর শেষ পর্যন্ত তুমি খুঁজে পেলে আমাকে ?’ এরপর হেসে ওঠেন দুজনেই।
কী দেখে গৌরীর প্রেমে পড়লেন আমির?
বলিউডের সঙ্গে সম্পৃক্ত নন গৌরী ।তিনি আমির খানের মাত্র দু’টি সিনেমা দেখেছেন। তবে তাতেও বাধা হয়নি প্রেমে পড়তে । তাঁরা মূলত কাছে এসেছেন একে অপরের চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের জন্য।
পরিবার ও বন্ধুদের সঙ্গে পরিচয়
সম্পর্ক প্রকাশের পর আমির খান গৌরীকে পরিচয় করিয়ে দিয়েছেন মুম্বাইয়ে দুই বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও । আমির জানিয়েছেন,গৌরীকে নিয়ে তাঁর সন্তানরাও খুব খুশি। তিনি আরও বলেন, ‘আমি সৌভাগ্যবান যে আমার সাবেক স্ত্রীদেরও ভালো সম্পর্ক তৈরি হয়েছে গৌরীর সঙ্গে ।’
আমির বিয়ে নিয়ে কী বললেন ?
বিয়ে প্রসঙ্গে আমির খান বলেন, ‘ ৬০ বছর বয়সে এসে বিয়ে করাটা শোভনীয় কি না তা আমি জানি না,। তবে আমি শুধু এটুকু বলতে পারি, আমি খুবই খুশি গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে।’
আমিরের অতীত জীবন
১৯৮৬ সালে আমির খান প্রথমবার রীনা দত্তকে বিয়ে করেন। তাদের দুই সন্তান—ইরা ও জুনাইদ। তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ২০০২ সালে। এরপর আমির ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন । তাদের একমাত্র সন্তান আজাদ খান। তাঁরা ২০২১ সালের জুলাইয়ে বিচ্ছেদের ঘোষণা দেন।