জনপ্রিয় টেলিভিশন হোস্ট ও কমেডিয়ান কোনান ও’ব্রায়েন ৯৮তম অস্কার উপস্থাপনা করবেন।২০২৬ সালের ১৫ মার্চ অনুষ্ঠিত হবে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)।অ্যাকাডেমি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ডলবি থিয়েটারের ঐতিহ্যবাহী মঞ্চে টানা দ্বিতীয়বারের মতো দর্শকদের বিনোদিত করবেন কোনান ও’ব্রায়েন।
৯৮তম অস্কারে কোনান ও’ব্রায়েনের প্রত্যাবর্তন
গত অস্কার আসরে অসাধারণ সঞ্চালনার মাধ্যমে দর্শক-সমালোচকদের মন জয় করেন কোনান ও’ব্রায়েন । এবার আবারও মঞ্চে ফিরছেন কোনান ও’ব্রায়েন । ৯৮তম অস্কারে মাইক্রোফোন হাতে দর্শক মাতাবেন তিনি।এই
ঘোষণার পর এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি আগামী বছর অস্কারের উপস্থাপক তার কারণ হল, আমি অ্যাড্রিয়েন ব্রডিকে তার বক্তৃতা শেষ করতে শুনতে চাই।’ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার এই রসিকতা ।
৯৮তম অস্কারে প্রযোজনা দলের ধারাবাহিকতা
এই ঘোষণার সঙ্গে অ্যাকাডেমির সিইও বিল ক্র্যামার এবং সভাপতি জ্যানেট ইয়াং নিশ্চিত করে বলেছেন টানা তৃতীয় বছরের মতো ৯৮তম অস্কার অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন এমি-বিজয়ী প্রযোজক রাজ কাপুর এবং কেটি মুলান।গত কয়েকটি অস্কার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের নেতৃত্বে। এছাড়া জেফরেট পল ও মাইক পল প্রযোজক হিসেবে থাকছেন ।ক্র্যামার ও ইয়াং এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা রোমাঞ্চিত ‘৯৮তম অস্কারের জন্য কোনান, রাজ, কেটি, জেফ এবং মাইককে ফিরিয়ে আনতে পেরে !’
৯৮তম অস্কারে জন্য এই ঘোষণাটির গুরুত্ব
প্রায়শই বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে অস্কারের উপস্থাপক নির্বাচনের এই বিষয়টি। ধারণা করা হচ্ছে কোনান ও’ব্রায়েনের মতো একজন দক্ষ ও অভিজ্ঞ কমেডিয়ানের প্রত্যাবর্তন দর্শকদের জন্য আকর্ষণীয় মুহূর্ত তৈরি করবে। অনুষ্ঠানে হাস্যরস ও প্রাণবন্ত পরিবেশ যোগ করবে তার উপস্থিতি।