সালমানের পরে বিবেকের সাথে ঐশ্বরিয়ার প্রেম

সালমানের পরে বিবেকের সাথে ঐশ্বরিয়ার প্রেম -সত্যি নাকি গুজব

সালমানের পরে বিবেকের সাথে ঐশ্বরিয়ার প্রেমের  গুঞ্জন ওঠে। তবে সম্প্রতি মুম্বাইয়ের এক সাংবাদিক দাবি করেছেন,সম্পূর্ণ মিথ্যা ঐশ্বরিয়া-বিবেক প্রেমের গল্প ।বলিউড জগতের অন্যতম আলোচিত প্রেমকাহিনি হল সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের সম্পর্ক। তাঁদের সম্পর্কের শুরু হয় ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শুটিংয়ের সময়। কিন্তু সেই সম্পর্ক টেকেনি, মাঝপথেই ভেঙে যায়।

সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের শুরু থেকে শেষ

সালমানের পরে বিবেকের সাথে ঐশ্বরিয়ার প্রেম

সালমান ও ঐশ্বরিয়ার প্রেম শুরু হয় ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শুটিংয়ের সময় । তাঁদের রসায়ন দারুণ ছিল । ভক্তরাও মনে করেছিলেন, হয়তো বিয়ে পর্যন্ত গড়াবে এই সম্পর্ক । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিক্ততা চলে আসে তাঁদের সম্পর্কের মধ্যে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এই সম্পর্কের ইতি ঘটে সালমানের অত্যধিক অধিকারবোধ ও রাগী স্বভাবের কারণেই ।ঐশ্বরিয়া ২০০২ সালে একটি সাক্ষাৎকারে জানান, সালমানের কাছ থেকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এরপরই আলাদা হয়ে যায় দু’জনের পথ

বিবেকের সাথে ঐশ্বরিয়ার প্রেম -সত্যি নাকি গুজব

সালমানের পরে বিবেকের সাথে ঐশ্বরিয়ার প্রেম

সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদের পরই গুঞ্জন ওঠে, বিবেক ওবেরয়ের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ঐশ্বরিয়া । আরও জোরালো হয় এই গুঞ্জন তখন, যখন এক সংবাদ সম্মেলনে বিবেক ওবেরয় দাবি করেন, তাঁকে হুমকি দিয়েছেন সালমান। ২০০৩ সালে বিবেক এক সাক্ষাৎকারে জানান, তাঁকে ৪১ বার ফোন করে হুমকি দিয়েছেন সালমান খান এবং এর ফলে ক্ষতির মুখে পড়ে তাঁর ক্যারিয়ার ।তবে ঐশ্বরিয়া কখনোই এই গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি।বরং বরাবরই এই বিষয় এড়িয়ে গেছেন তিনি।

নতুন দাবি: ঐশ্বরিয়া-বিবেকের প্রেম ছিল গুজব?

সম্প্রতি মুম্বাইয়ের এক সাংবাদিক দাবি করেছেন, কখনোই প্রেমের সম্পর্কে ছিলেন না ঐশ্বরিয়া ও বিবেক। তাঁর মতে, তাঁদের একসঙ্গে জড়িয়ে দিয়েছে মিডিয়ার তৈরি করা গল্পই। তিনি আরও বলেন, সালমান-ঐশ্বরিয়ার মধ্যে আরও দূরত্ব তৈরি হয় এই গুজবের কারণে।তবে তাঁদের মধ্যে কখনোই প্রেমের সম্পর্ক ছিল না।এই গুজবকে মোটেও পছন্দ করতেন না ঐশ্বরিয়ার বাবা-মা।

সালমানের বিয়ের প্রস্তাব- ঐশ্বরিয়ার না

গুঞ্জন রয়েছে, সালমান বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ঐশ্বরিয়াকে। কিন্তু তখন ক্যারিয়ারে মনোযোগ দিতে চেয়েছিলেন ঐশ্বরিয়া।তখন তিনি বলিউডের সবচেয়ে সফল নায়িকাদের মধ্যে একজন ছিলেন। নিজের অবস্থান আরও শক্ত করতে চেয়েছিলেন তিনি। তাই তিনি রাজি হননি বিয়ে করতে। এর পরই আরও অবনতি ঘটে তাঁদের সম্পর্কের।

বিবেক ওবেরয়ের ক্যারিয়ারে প্রভাব

বিবেক ওবেরয়ের ক্যারিয়ার ভালোই চলছিল যখন তিনি সালমান খানের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ আনেন। কিন্তু সালমানের মতো সুপারস্টারের বিরুদ্ধে কথা বলার পর থেকেই তাঁর ক্যারিয়ারে ধস নামে। তাঁকে নাকি কাজ দিতে রাজি হননি বলিউডের অনেকেই।যদিও এখন তিনি বিভিন্ন চলচ্চিত্রে কাজ করেন, তবে তাঁর জনপ্রিয়তা আগের মতো আর নেই।

পরবর্তীতে ঐশ্বরিয়ার ও বিবেক ওবেরয়ের জীবন

সালমানের পরে বিবেকের সাথে ঐশ্বরিয়ার প্রেম

২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া রায় । তাঁদের একটি কন্যা সন্তান আছে। তার নাম আরাধ্যা বচ্চন।পরবর্তীতে বিবেক ওবেরয়ও বিয়ে করেন প্রিয়াঙ্কা আলভাকে এবং তিনি এখন পরিবার নিয়ে সুখে আছেন
বলিউডে সম্পর্ক ও গুজব একই সুতোয় গাঁথা। সালমান-ঐশ্বরিয়া-বিবেক সম্পর্ক নিয়ে নানা রকম বিতর্ক থাকলেও বাস্তবে কী ঘটেছিল, তা সম্পূর্ণ পরিষ্কার নয়। তবে সাম্প্রতিক দাবিতে স্পষ্ট হয়েছে, ঐশ্বরিয়া-বিবেক সম্পর্কের গুঞ্জন কেবলই মিডিয়ার তৈরি গল্প, বাস্তবে এর কোনো সত্যতা নেই।

About info-store

Check Also

আমির,গৌরীর প্রেম

৬০ বছর বয়সে প্রেমে পড়লেন আমির

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ১৪ মার্চ তাঁর ৬০তম জন্মদিনে তাঁর নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *