ইন্দ্রনীল-ইশার প্রেম

শুটিংয়ের ফাঁকে ইন্দ্রনীল-ইশার প্রেম ? নায়িকার স্পষ্ট জবাব

 ইন্দ্রনীল ও ইশা প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন‘তরুলতার ভূত’ সিনেমায় । ইন্দ্রনীল ও ইশার প্রেম নিয়ে তখন থেকেই নানা গুঞ্জন শুরু হয়েছিল। এমনকি শোনা গিয়েছিল, শুটিংয়ের মধ্যেই ইন্দ্রনীল নায়িকার জন্মদিন পালন করেছিলেন। তার কিছুদিনের মধ্যেই ইন্দ্রনীলের বিবাহবিচ্ছেদ হয় বরখা বিস্তের সাথে। ফলে আরও জোরালো হয়েছিল গুঞ্জন। যদিও তখন দুজনেই একাধিকবার এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ।এতদিন তাদের একসাথে কাজ করতে দেখা যায়নি। কিন্তু এবার তাদের পর্দায় ফিরিয়ে আনছেন সৃজিত মুখোপাধ্যায় । তাই প্রশ্ন উঠছে, তাদের প্রেমের গুঞ্জন নতুন করে কি আবারও ডালপালা মেলবে?

দোলের দিন আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে টালিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর।বহু আলোচিত জুটি ইন্দ্রনীল সেনগুপ্ত ও ইশা সাহ এই সিনেমার অন্যতম আকর্ষণ।দীর্ঘদিন পর আবারও পর্দা ভাগাভাগি করতে চলেছেন তারা।

ইন্দ্রনীল ও ইশার প্রেম

ইন্দ্রনীল-ইশার প্রেম- নায়িকার স্পষ্ট জবাব

একটি গণমাধ্যম ইশার কাছে জানতে চায়, আবারও কি গুঞ্জন শুরু হবে তাদের জুটির ফিরে আসা নিয়ে ? উত্তরে ইশা স্পষ্ট করে বলেন, “গুঞ্জন আর বাড়বে না, বরং কমবে। এই বিষয় নিয়ে আমি ভাবি না, কারণ আমি কিছু করলেও লোকে বলবে। না করলেও লোকে বলবে।কিন্তু শুটিং সেটে ইন্দ্রনীল যদি তার জন্মদিন পালন করেন বা একান্তে সময় কাটান, তবে? ইশা বলেন, “এটাও রটনা। কেক আনেননি ইন্দ্রনীলদা । কেক আনা হয়েছিল শুটিং ইউনিটের পক্ষ থেকে ।সবাই মিলে উদযাপন করেছে জন্মদিন। আমি তাকে চিনতামও না,‘তরুলতার ভূত’-এর আগে । তাই প্রশ্নই আসে না একান্তে সময় কাটানোর ।

ইন্দ্রনীল ও ইশার প্রেম

আমাদের সময়ই থাকে না দম ফেলার ’

তবে ,তারা দ্বিতীয় সিনেমার জন্য যখন কাজ করবেন, তাদের কি শুটিং সেটের ফাঁকে একান্তে আড্ডা জমবে? উত্তরে ইশা হেসে বলেন, আমাদের শুটিং “মানুষ দেখতে পান ন।তাই কতটা পরিশ্রম করতে হয় তা বুঝতেও পারেন না। সবাই মনেকরে আমরা মজা করি, গল্প করি, একান্তে সময় কাটাই, আর দিনের শেষে বাড়ি ফিরি মোটা অঙ্কের টাকা নিয়ে। কিন্তু সেটে আমাদের সময় থাকে না দম ফেলার । একান্তে সময় কাটানো তো দূরের ব্যাপার।তবে কি ইন্দ্রনীল-ইশার সম্পর্ক নিয়ে নতুন করে আর কোনো গুঞ্জন উঠবে না? তার উত্তর সময়ই বলে দেবে। তবে আপাতত টালিউডের দর্শকরা তাদের নতুন সিনেমার অপেক্ষায় আছেন।

About info-store

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *