মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে

মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে- নতুন জীবনের প্রস্তুতি প্রেমিক দেবমাল্যর সাথে

মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে । অনেক দিন থেকে মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর সম্পর্কের গুঞ্জন চলছিল। অবশেষে গুঞ্জন বাস্তবে রূপ নিতে চলেছে। মধুমিতা সরকারের প্রেমিক দেবমাল্য চক্রবর্তী পেশায় আইটি বিশেষজ্ঞ। তিনি বিনোদন জগতের বাইরের মানুষ।সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন বিয়ে করার পরিকল্পনা রয়েছে এই বছর ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের শুরুর দিকে।

মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে

মধুমিতা সরকারের-প্রেমের গল্প

মধুমিতা ও দেবমাল্যর প্রথম পরিচয় ২০১৯ সালে হলেও, সম্পর্ক গড়ে ওঠেনি তখন। তাদের আবার দেখা হয় মাসখানেক আগে । এরপর তাদের নতুন করে বন্ধুত্ব ও প্রেমের শুরু হয়। ২০২৩ সালের পূজায় তিনি প্রকাশ্যে আনেন দেবমাল্যের সাথে নিজের সম্পর্কের কথা । এরপর থেকেই তাদের একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে । সম্প্রতি তারা দোল উৎসব উদযাপন করেছেন সিকিমের ইয়ামথাং ভ্যালিতে।

মধুমিতার প্রথম বিয়ে সৌরভ চক্রবর্তীর সাথে

মধুমিতা অল্প বয়সেই অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন । তবে বেশিদিন টেকেনি সে সম্পর্ক, তাদের বিচ্ছেদ ঘটে ২০১৯ সালে। এরপর নিজের ক্যারিয়ারে মনোনিবেশ করেন অভিনেত্রী । দর্শকদের একের পর এক সফল সিনেমা উপহার দেন ।

মধুমিতা সরকার আবার বিয়ের পিঁড়িতে

জনপ্রিয়তার শিখরে মধুমিতা

মধুমিতা বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রে অভিনয়ের মাধ্যমে । এরপর তিনি নিজের জায়গা পাকা করে নেন‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমায় কাজ করে । ভক্তরা বেশ উচ্ছ্বসিত মধুমিতা ও দেবমাল্যর সম্পর্কের রসায়ন নিয়ে।টালিউড অনুরাগীদের তরফ থেকে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল।

About info-store

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *