বর্ষার মন্তব্যে

মা সিনেমার নায়িকা, সন্তান কী ভাববে – বর্ষার মন্তব্যের জবাব দিলেন দীপা

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে,স্বামী অনন্ত জলিলের সঙ্গে বর্ষা জানান, হাতে থাকা ছবিগুলোর কাজ শেষ করেই তিনি বিদায় নেবেন অভিনয় থেকে। তিনি বলেন,এখন ‘আমার বড় ছেলের বয়স ১০ বছর, ছোট ছেলের বয়স ৭ বছর। কয়েক বছর পর বড় ছেলেপা রাখবে ১৪-১৫ বছরে ।যদি তখন সে দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে সে? এসব চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি অভিনয় ছাড়ার।’বর্ষা বাংলাদেশের চলচ্চিত্র জগতের পরিচিত এক নাম । মূলত তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন সিনেমার মাধ্যমেই ।

বর্ষার মন্তব্যে

বর্ষার মন্তব্যে-দীপা খন্দকারের প্রতিক্রিয়া

বর্ষার মন্তব্যে

চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করেছে বর্ষার এই মন্তব্য।জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তাঁর বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন । তিনি মনে করেন, মা নায়িকা হলে তা গর্বের বিষয় হওয়া উচিত সন্তানদের জন্য। ফেসবুক স্ট্যাটাসে দীপা লেখেন, ‘এই বয়সে যদি আপনার সন্তান চলচ্চিত্রের তারকা হিসেবে আপনাকে দেখেন, তাহলে গর্বের মুহূর্ত হবে এটি ।

বর্ষার মন্তব্যে -জীতু আহসানের প্রতিক্রিয়া

বর্ষার মন্তব্যে

দীপা খন্দকারের এই মন্তব্যের সঙ্গে অভিনেতা জীতু আহসানও একমত পোষণ করেন । তিনি মন্তব্য করেন, ‘তার মানে কি সিনেমার নায়িকা হওয়া খারাপ?ছেলের বয়স ১৪-১৫ বছর হলে তখন মাকে সিনেমার নায়িকা হিসেবে দেখলে সেটা খারাপ। তাহলে বর্ষা তো এখন নায়িকা, সেটা খারাপ না?’ তাঁর এই প্রশ্নের উত্তরে দীপা বলেন আমার শেষনিশ্বাস পর্যন্ত আমি অভিনয় চালিয়ে যেতে চাই। আমি বর্ষার বক্তব্যের সঙ্গে একমত নই।এরপর জীতু আহসান ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘ ওই মহিলার (বর্ষা) কথা শুনে আমার খারাপ লাগছে। তাদের কেউ চিনত না, মিডিয়াতে এসে মানুষ চেনার পরে এখন খারাপ সেই মিডিয়াই ।এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন দীপাও ।

বর্ষার মন্তব্যে চলচ্চিত্র জগতে প্রতিক্রিয়া

চলচ্চিত্র জগতে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ষার এই মন্তব্যে নিয়ে ।তাঁর সিদ্ধান্তকে কেউ কেউ সম্মান জানালেও, অনেকেই মনে করছেন, সন্তানদের গর্বিত করার মতো কাজকেই নেতিবাচক দৃষ্টিতে দেখছেন বর্ষা। চলচ্চিত্র জগতে একটি নতুন আলোচনা সৃষ্টি করেছে বর্ষার সিদ্ধান্ত। তিনি কি সত্যিই ভবিষ্যতে অভিনয় ছাড়বেন , নাকি পরিবর্তন করবেন তার সিদ্ধান্ত , এখন সেটাই দেখার বিষয়।

About info-store

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *