সিকান্দার ছবির টিকিট অগ্রিম বুকিং,৩ কোটি টাকার টিকিট বিক্রি কয়েক ঘণ্টায়।‘সিকান্দার’ ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে ।বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, অগ্রিম টিকিট বুকিংয়ের গতি দেখেই অনুমান করা যাচ্ছে যে, ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পাবে মুক্তির প্রথম দিনেই ।বলিউড সুপারস্টার সালমান খান ঈদের উপহার হিসেবে তাঁর ভক্তদের জন্য নতুন ছবি ‘সিকান্দার’ নিয়ে আসছেন । ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে ৩০ মার্চ। ছবিটি নিয়ে ভক্তদের উত্তেজনা অনেক।
এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিকান্দার ছবি
বিখ্যাত নির্মাতা এ আর মুরুগাদস সিকান্দার ছবিটি পরিচালনা করেছেন।ইতিমধ্যেই বলিউডের সবচেয়ে আলোচিত ছবির তালিকায় জায়গা করে নিয়েছে‘সিকান্দার’।আইএমডিবির সমীক্ষা অনুযায়ী এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি হিসেবে উঠে এসেছে ‘সিকান্দার’ ।
সিকান্দার-রেকর্ড গড়তে পারে প্রি-সেলস বুকিং
এই অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি প্রি-সেলস বুকিংয়ে রেকর্ড গড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।কারন এ ছবির অগ্রিম বুকিংয়ের হার ব্যাপক।রিপোর্ট অনুযায়ী ‘সিকান্দার’ ছবির ৫৩১০টি শোর জন্য অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে ভারতের বিভিন্ন হলে।
ওপেনিং ডেতে বিশাল আয়ের সম্ভাবনা সিকান্দারের
‘সিকান্দার’ ছবির অগ্রিম টিকিট বিক্রি দেখে বোঝা যাচ্ছে ওপেনিং ডেতে উল্লেখযোগ্য আয় করবে বক্স অফিসে । ঈদ উপলক্ষে বিশাল সাড়া ফেলে সালমান খানের প্রতিটি ছবিই । তার ব্যতিক্রম হবে না ‘সিকান্দার’-ও বলেই মনে করা হচ্ছে।
বলিউডের বক্স অফিসে বরাবরই আলোচনায় থাকে সালমান খানের ছবি ।এখন দেখার বিষয়, ‘সিকান্দার’ মুক্তির পর এটি কতটা বক্স অফিস কাঁপাতে পারে।